বকশীগঞ্জ

বকশীগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটি

সভাপতি আখিব, সাধারণ সম্পাদক লাদেন

মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্ল্যাহ কলেজ শাখার ছাত্রদলেরা আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মাহমুদুল হাসান আখিবকে সভাপতি এবং লাদেন আকন্দকে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন দিয়েছে জামালপুর জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে জামালপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক স্বাক্ষরিত চিঠিতে তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে খাইরুল ইসলাম সৌরভ, সহ-সভাপতি পদে শাকিল মিয়া, শাকিল খান, রুবেল মিয়া, আবু তাহের, আশরাফুল ইসলাম, রাসেল মিয়া, ও রিফাত মিয়া রয়েছেন। সিয়াম মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং শরিফুল ইসলাম শরিফ, সোহেল রানা, শাহিন মিয়া, মজনু ও সোহাগ মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও, কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু রায়হান, রিয়াজ ইসলাম, শাকিবুর রহমান শাকিল, মাহবুবুর রহমান ও সিফাত হাসানকে রাখা হয়েছে।

দপ্তর সম্পাদক পদে সাকিব সরকার এবং সহ-দপ্তর সম্পাদক পদে জুবায়ের আহমেদ দিপু মনোনীত হয়েছেন।

আজিজুল ইসলাম উজ্জলকে প্রচার সম্পাদক, তাসরিফা জান্নাত রৌশনীকে ছাত্রী বিষয়ক সম্পাদক, আব্দুল্লাহ আল রাফিকে ক্রীড়া সম্পাদক, এবং জীবন হাসানকে সহ-ক্রীড়া সম্পাদক করা হয়েছে। মাহবুবুর রহমান, বিপ্লব মিয়া, ও তারেক মিয়াকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত এই আংশিক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবে বলে জানানো হয়েছে।

নতুন কমিটির সভাপতি মাহমুদুল হাসান আখিব তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমাকে কলেজ শাখার ছাত্রদলের সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমার উপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব।

Related Articles

Back to top button