জামালপুর

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন

হৃদয় আহম্মদে, জামালপুর: জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জামালপুরে এক প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় চত্বরে এই ম্যারাথনের আয়োজন করা হয়।

সকাল ৭টায় শুরু হয় প্রতীকী এই দৌড়। এতে প্রায় ১৫০ জন শিক্ষার্থী ও পুলিশ সদস্য অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন একজন নারী শিক্ষার্থীও।

দৌড়টি জামালপুরের বিজয় চত্বর থেকে শুরু হয় চন্দ্রা লাইট হাউজ মোড় হয়ে ঘুরে আবার বিজয় চত্বরে গিয়ে শেষ হয়।

ম্যারাথন শেষে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রথম ৩০ জন অংশগ্রহণকারীকে মেডেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রফিকুল ইসলাম, শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

 

Related Articles

Back to top button