সরিষাবাড়ী

সরিষাবাড়ীতে শহিদদের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী: জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে জামালপুরের সরিষাবাড়ীতে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে। প্রত্যেক শহিদের কবরস্থানে লাগানো হয়েছে নিম, বকুল ফুল ও জাম গাছের চারা।

শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলায় তিন শহীদের কবরের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির ব্যবস্থাপনায় ছিলেন জেলা প্রশাসন ও জেলা বন বিভাগ।

তিন শহিদের কবরের পাশে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মোহছেন উদ্দিন।

জানা যায়, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামের আঃ রহিম এর ছেলে শহিদ রাব্বি মিয়া। পেশায় তিনি ছাত্র ছিলেন। একই ইউনিয়নের কুলপাড় গ্রামের জুলহাস আলী ছেলে শহিদ রবিউল ইসলাম। তিনি পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন এবং মহাদান ইউনিয়নের হিরন্যবাড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোকলেছুর রহমান। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন। তারা দেশের বিভিন্ন স্থানের আন্দোলনে শহিদ হন। এই তিন শহিদের কবরের পাশে বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোহছেন উদ্দিন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিজা রিছিল, প্রাণীসম্পদ কর্মকর্তা ড়াঃ হাবিবুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুইপার আবু সালেহ, আওনা ইউপি চেয়ারম্যান মিনারা বেগম সহ রাজনৈতিক দলের নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শহীদের স্মরণে দোয়া করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোহছেন উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে এই কর্মসূচি হাতে নিয়েছেন সরকার। বৃক্ষরোপনের মাধ্যমে শহিদদের স্মরণ করা হবে। আমরা মনে করি বৈষম্যহীন দেশ হিসেবে আগামীতে বাংলাদেশ গড়ে উঠবে এবং মানুষের মাঝে এর প্রত্যয় ছড়িয়ে পড়বে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে গিয়ে শহিদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের বর্তমান অবস্থার বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার।

Related Articles

Back to top button