জামালপুরে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত
শফিকুল ইসলাম, জামালপুর: ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জামালপুরে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ সকালে পৌর শহরের ছনকান্দা মরাবাড়ি জামে মসজিদ মাঠ পাঙ্গনে ইসলামি যুব আন্দোলন জামালপুর জেলা শাখা সাধারণ সম্পাদক মুফতী হামিদুর ইসলাম এই বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে ইসলামি যুব আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, ইসলামী যুব আন্দোলনের সহ সভাপতি আশেক মাহমুদ, সাধারণ সম্পাদক মুফতী হামিদুর ইসলামসহ অন্যান্যরা।
এ সময় নেতাকর্মীরা চলমান তীব্র তাপদাহ থেকে রক্ষা ও ভবিষ্যতে বৈশ্বিক তাপমাত্রা সহনীয় রাখতে মরাবাড়ি জামে মসজিদ মাঠে ফল, ফুল ও কাঠ বৃক্ষ রোপন করেন এবং সেই এলাকায় প্রায় ৮০ টি পরিবারের মাঝে ফলদ ও বনজ বৃক্ষ বিতরণ করেন।