বকশীগঞ্জ
জন্ম ও মৃত্যু সনদ প্রদানে জেলায় শীর্ষস্থানে বগারচর ইউনিয়ন
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন পরিষদ জুন/২০২৫ মাসের জন্ম ও মৃত্যু সনদ প্রদানে জেলায় প্রথম স্থান অর্জন করেছে।
জেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে এই সাফল্য অর্জন করে বগারচর ইউনিয়ন পরিষদ।
রবিবার (২০শে জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হাসিনা বেগম বগারচর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আমিন খানের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।
এই সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা আমিন খান বলেন- আমাদের এই অর্জন বগারচর ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সবসময় মানুষের দোরগোড়ায় গুণগত সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই স্বীকৃতি আমাদের আগামী দিনে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।