জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তালা
আট দফা দাবিতে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
রবিবার (২০ জুলাই) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে তালা দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা,’বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও,’ শিক্ষা নিয়ে ব্যবসা চলবে না, চলবে না ‘, শিক্ষার নামে প্রহসন, চলবে না, চলবে না,’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেন।
৮ দফা দাবি গুলো হলো-শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান, ল্যাবের জন্য পর্যাপ্ত লোকবল নিয়োগ,ক্যাম্পাসে বরাদ্দ বৃদ্ধি, তিন মাসের মধ্যে মার্কশিটসহ রেজাল্ট প্রদান, সেমিস্টার ও রিটেক ফি কমানো, ছয় মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করা ও ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করা।
কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন,’আমরা আট দফা দাবিতে কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছি। আমাদের ৮ দফা দাবি যে পর্যন্ত না মানা না হবে, সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এখানে সবকিছুর আধুনিক সুবিধা থাকলেও জনবল সংকট রয়েছে। জনবল না থাকায় ল্যাবের যন্ত্রপাতি ও মেশিন নষ্ট হয়ে গিয়েছে।
এবিষয়ে জানতে কলেজের অধ্যক্ষের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তাকে পাওয়া যায় না।