মাদারগঞ্জ
মাদারগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
মাদারগঞ্জ প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪কোটি ৬৩লাখ ১৭ হাজার ৭১৪ টাকা। মোট উন্নয়ন আয়ের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১৯ কোটি ৮৩ লাখ ৯ হাজার ২৬৭ টাকা।
সোমবার মাদারগঞ্জ পৌর ভবনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাদির শাহ। বক্তব্য রাখেন, পৌর সচিব জুলহাস উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, হিসাব রক্ষক সাখাওয়াত হোসেন সুজনসহ আরো অনেকে।