জুলাই গণঅভ্যুত্থান
ঢাবিতে জুলাই স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) ডাকসু ভবনের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের পর ডাকসু ক্যাফেটেরিয়ায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার বলেন, ‘লম্বা জীবন কাটানো শহীদদের আকাঙ্ক্ষা ছিল না, তাদের আকাঙ্ক্ষা ছিল দামি জীবন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানাই। যারা শহীদ হয়েছেন তারা এ দেশের সূর্যসন্তান। যারা কোনোদিন ভাবেনি তারা মসনদ থেকে পালাবে, তাদেরকে বিন্দু বিন্দু শক্তি অর্জন করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে শহীদরা। আমি ভীষণভাবে ঋণী শহীদদের কাছে।