বকশীগঞ্জ
বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
মতিন রহমান,বকশীগঞ্জ
জামালপুরের বকশীগঞ্জে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সড়ক দুর্ঘটনায় তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম তানহা। সে উত্তর সীমারপাড়া এলাকার জালাল উদ্দিন মাস্টারের মেয়ে।
পৌরসভার কোহিনুর আদর্শ দাখিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি অটোরিকশার ধাক্কায় তানহা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।