জামালপুর
জামালপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করলো পুলিশ
জামালপুরে নিখোঁজের ৪ দিন পর বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে সদরের নান্দিনা পশ্চিম বাজার এলাকা থেকে জামালপুর থানার সাব ইন্সপেক্টর খাইরুজ্জামান তাকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া মো: সবুজ মিয়া (১৭) জামালপুর পৌরসভার দক্ষিণবাড়ী মাছিমপুর এলাকার মোঃ আব্দুল হকের সন্তান।
এর আগে ১৮ জুলাই সবুজের বড় ভাই মো: লোমান মিয়া (৩২) নিখোঁজের বিষয়ে একটি সাধারন ডায়েরী করেন।
জামালপুর থানার সাব ইন্সপেক্টর খাইরুজ্জামান জানান- নিখোঁজের বিষয়ে সাধারন ডায়েরীর পর পত্রিকায় নিখোঁজ সংবাদ সহ হারানো বিজ্ঞপ্তির লিফলেট বিতরণ করা হয়। পরে সংবাদ পেয়ে সবুজ মিয়াকে উদ্ধার করা হয়। পরে সবুজের বড় ভাই লোমান মিয়ার কাছে তাকে হস্তান্তর করা হয়।