মেলান্দহ

সমালোচনার সীমা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বার্তা: জাবিপ্রবির পরিবহন সভা

মো: মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষার্থীদের পরিবহনসেবা ও সংশ্লিষ্ট বিষয়াবলি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনের লবিতে এই সভা আয়োজন করা হয়।

সভায় পরিবহন পরিচালনা কমিটি, শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা, প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি শিক্ষার্থীদের পরিবহন সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের ব্যাপারে আলোচনা করেন।

এছাড়াও, আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান। পরিবহন কমিটির সদস্য মো. জাহিদুল আলমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন কমিটির আরেক সদস্য আতিকুর রহমান।

সভায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার পাশাপাশি চিকিৎসা সেবা সম্পর্কিত বিভিন্ন অভিযোগ, চলমান সমস্যা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। শিক্ষার্থীরা এম্বুলেন্স সার্ভিসসহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।

আলোচনার এক পর্যায়ে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র হলের প্রাধ্যক্ষকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার বিষয়টি উঠে আসে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীরা উভয়ই এই ধরনের আচরণের নিন্দা জানান।

বক্তারা বলেন, গঠনমূলক সমালোচনার সুযোগ সর্বদা উন্মুক্ত, তবে তা অবশ্যই শালীন এবং সম্মানজনক ভাষায় হতে হবে। শিক্ষার্থীরাও এ বিষয়ে একমত পোষণ করে বলেন যে, এটি বিচ্ছিন্ন ঘটনা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তারা প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

সভায় উপস্থিত বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান এবং শিক্ষকরাও আলোচনায় অংশ নেন এবং শিক্ষার্থীদের মতামতকে স্বাগত জানান।

Related Articles

Back to top button