জামালপুর

জামালপুরে এনসিপির পথসভা শেষে হামলায় আহত বৈষম্য বিরোধীর সাবেক নেতা

জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পথসভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক নেতার উপর এনসিপির এক নেতার সমর্থকের হামলার অভিযোগ উঠেছে।  এতে গুরুতর আহত হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতা।

আহত সেই নেতার নাম সাফায়াত তূর্য। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব। আর অভিযুক্ত আবিদ সৌরভ জাতীয় নাগরিক পার্টি জামালপুর জেলা শাখার সদস্য।

আজ রবিবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির পথসভা শেষে এই ঘটনা ঘটে।

আহত তূর্য অভিযোগ করে বলেন- ‘আমি ফৌজদারি মোড়ে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে এনসিপির জামালপুর জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল আমাকে ঘিরে ধরে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে।’

তূর্য দাবি করে বলেন- কয়েকদিন আগে তিনি তার ফেসবুক আইডি থেকে আবিদ সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টের জের ধরেই তার উপর এই হামলা চালানো হয়েছে বলে মনে করছেন তিনি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক নেত্রী দিয়া বলেন-‘আমি, তূর্য এবং আরও একজন বন্ধু মিলে গল্প করছিলাম। এ সময় এক যুবক এগিয়ে এসে তূর্যকে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন? এরপরই হঠাৎ ২০-২৫ জন এসে হামলা চালায়।’

তবে অভিযোগ অস্বীকার করে এনসিপি নেতা আবিদ সৌরভ বলেন- ‘আমি এই ঘটনার সাথে জড়িত নই। কে বা কারা হামলা করেছে আমি জানি না। তূর্য আহত হওয়ার খবর পেয়ে আমি নিজেই হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি।’

এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।

 

Related Articles

Back to top button