সরিষাবাড়ী

সরিষাবাড়ীতে হেরোইনসহ ২০ মামলার আসামী শিপন গ্রেপ্তার

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে  ২০টি মামলার আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) দুপুরে পৌর এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার হওয়া শিপন মিয়া পৌরসভার সাতপোয়া মধ্যপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান জানান, ‘শিপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় আজকের চলমান মামলা সহ ১৮টি মামলা এবং জামালপুর সদর থানায় ২টি মামলাসহ মোট ২০ টি মামলা রয়েছে। কয়েক বছর ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।

ওসি মো. রাশেদুল হাসান আরো জানান-আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়।

 

Related Articles

Back to top button