রৌমারীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা
মাসুদ পারভেজ: রৌমারী: কুড়িগ্রামের রৌমারীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে রৌমারী উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ২০২২ ও ২০২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরুস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরুস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের (২০২৩-২০২৪ অর্থ বছরে বিতরণকৃত) উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। রৌমারী উপজেলার এসএসসি ও এইচএসসি পর্যায়ে ৩২ জন শিক্ষার্থীর মাঝে এই প্রথম আনুষ্ঠানিকভাবে পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, রৌমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন- এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের মাঝে উৎসাহ সৃষ্টি করে এবং আগামীর নেতৃত্ব গঠনে সহায়ক ভূমিকা পালন করে। অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।