বকশীগঞ্জ

ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেলেন বাবু, এলাকায় ক্ষোভ

হৃদয় আহম্মেদ,জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন। পদ ফিরে পাওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে পদ ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক,স্থানীয় সরকার) এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদ।

তিনি বলেন, তাঁকে (বাবু) সাময়িক বরখাস্ত করা হয়েছিল। মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি। এবছরের ১৯ ফেব্রুয়ারির হাইকোর্টের একটি রায় আছে। হাইকোর্ট ৬ মাসের স্টে অর্ডার দেন। ৬ মাসের জন্য বরখাস্তের আদেশ স্থগিত করেন। ১৯ ফেব্রুয়ারি থেকেই ছয় মাস কার্যকর হবে বলেও তিনি জানান।

এর‌ আগে গতকাল সোমবার (২৮ জুলাই) বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মাসুদ রানার স্বাক্ষরিত এক অফিস আদেশে চেয়ারম্যান পদ ফিরিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয়।

জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার ৪ নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক নাদিম হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকায় ২০২৩ সালের ২০ জুন মাহমুদুল আলম বাবুকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তিনি হত্যা মামলায় কারাগারে ছিলেন। কারাগারে থেকে জামিনে বের হয়ে তিনি সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। এবছরের ১৯ ফেব্রুয়ারি আদালত ৬ মাসের জন্য সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। ১৯ ফেব্রুয়ারি থেকেই রায়ের ছয় মাস কার্যকর হলে তিনি আর মাত্র ২০ দিন চেয়ারম্যান পদে থাকতে পারবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হলে পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিম। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় কারাগারে ছিলেন মাহমুদুল আলম বাবু।

Related Articles

Back to top button