মেলান্দহ

জাবিপ্রবির ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্যবস্থাপনা বিভাগ

মোঃ মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর স্মরণে আয়োজিত ‘জুলাই স্মৃতি ২০২৪ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’-এর চূড়ান্ত পর্বে ২-১ গোলের ব্যবধানে গণিত বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্যবস্থাপনা বিভাগ।

বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান খেলার মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ব্যবস্থাপনার হয়ে গোল করেন লিটন ও হামজা। অপরদিকে, গণিত বিভাগের একমাত্র গোলটি করেন খেলোয়াড় হামিম।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রথমার্ধেই লিটনের গোলে লিড নেয় ব্যবস্থাপনা বিভাগ। এরপর গনিত বিভাগের গোলকিপার আহত হলে খেলা থেমে যায়। পর কিছু সময় বিরতি দিয়ে শুরু হয় প্রথমার্ধের খেলা। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে গণিত বিভাগ। তাদের পক্ষে হামিম একটি গোল করে সমতা ফেরালে ম্যাচে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে শেষদিকে হামজার দুর্দান্ত এক গোলে শিরোপা নিশ্চিত করে ব্যবস্থাপনা বিভাগ। ফাইনালে অসাধারণ নৈপুণ্যের জন্য ব্যবস্থাপনা বিভাগের মেহেদী ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

টুর্নামেন্টের শুরু হয়েছিল গত ১৫ জুলাই, যেখানে বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগ অংশগ্রহণ করে। জমজমাট গ্রুপপর্ব ও সেমিফাইনাল অতিক্রম করে ফাইনালে উঠে আসে ব্যবস্থাপনা ও গণিত বিভাগ। সেমিফাইনালে ব্যবস্থাপনা বিভাগ টাইব্রেকারে ৫-৪ গোলে ফিশারিজ বিভাগকে এবং গণিত বিভাগ ১-০ গোলে সমাজকর্ম বিভাগকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

এ বছর টুর্নামেন্ট জুড়ে দেখা গেছে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও ক্রীড়াসুলভ মনোভাব। প্রতিটি ম্যাচেই মাঠে দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল লক্ষ্যণীয়। এবছর বড় ধরনের অপ্রতিকার ঘটনার ছাড়াই টুর্নামেন্ট সম্পন্ন হওয়াকে সফলতা হিসাবে দেখছে আয়োজকেরা।

টুর্নামেন্টে আরও কয়েকটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

‘ম্যান অব দ্যা টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের মোজুল ত্রিপুরা। ৩টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন সমাজকর্ম বিভাগের শামীম আকন্দ।

সেরা গোলকিপার হয়েছেন গণিত বিভাগের জাকিব।

ফাইনাল ম্যাচ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেফারি-মোঃ কবুল হুসাইন রবিন, মোঃ কানন মিয়া, মোঃ জুলহাস উদ্দিন ও মোঃ গোলাম মোস্তফা।

খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনের লবিতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি, মেডেল ও সনদ প্রদান করা হয়। একইসাথে একক পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের সম্মাননা দেওয়া হয়। আয়োজক কমিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদেরকেও মেডেল, সনদপত্র এবং ১০টি করে ১০০ টাকার প্রাইজবন্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। এসময় তিনি তার বক্তব্য জাবিপ্রবির খেলোয়াড়রা আগামীতে যাতীয় পর্যায়ে লড়বে বলে আশা প্রকাশ করেন। খেলোয়াড়দের প্রশংসা করে বিজয়ীদের অভিনন্দন জানান এবং আয়োজকদের সুন্দর ভাবে খেলা পরিচলনা করে সফল ভাবে টুর্নামেন্টটি সম্পন্ন করায় তাদের ধন্যবাদ দেন।

তিনি আরো জানান, ১৫ জুলাই থেকেই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রোগ্রাম করছে বিশ্ববিদ্যালয় তারই অংশ হিসেবে এই টুর্নামেন্ট টি ২০২৪ এর জুলাই গনঅভ্যুত্থানকে স্মরণ করতেই আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন এবং সম্মানিত অতিথি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, আয়োজক কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মদ শাহজালাল, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পুরস্কার বিতরণী  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. সৈয়দ নাজমুল হুদা।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি, চ্যাম্পিয়ন ও রানারসআপ দলের খেলোয়াড়দের নিয়ে এক স্পেশাল ডিনার পার্টির আয়োজন করা হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

Related Articles

Back to top button