বকশীগঞ্জ

বকশীগঞ্জে ৩৭ পিস ইয়াবাসহ ২ জন আটক

ম‌তিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে ৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি-২) একটি দল।

গত বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- যিনি বকশীগঞ্জ পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলীর ছেলে সোহাগ মিয়া (৪০) এবং উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারার চর গ্রামের আসাদের ছেলে মুরাদ।

ডিবি-২ এর অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ এর একটি দল অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button