খেলা

জুভেন্টাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটে রিয়াল

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গন্সালো গার্সিয়ার হেডে পাওয়া একমাত্র গোলে জুভেন্টাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে ১-০ গোলের জয় পায় প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ডানদিকের ক্রসে লাফিয়ে উঠে দারুণ হেডে গোলটি করেন তরুণ ফরোয়ার্ড গার্সিয়া। চলতি টুর্নামেন্টে এটি ছিল তার তৃতীয় গোল। ওই গোলের পর জুভেন্টাস মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা চালালেও গোল আদায় করে নিতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত একটি গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

শুরু থেকে বলের নিয়ন্ত্রণে দুই দল প্রায় সমান অবস্থানে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। ২২টি প্রচেষ্টার ১১টি ছিল লক্ষ্যে। অন্যদিকে জুভেন্টাসের ৬টি শটের মধ্যে মাত্র দুটি ছিল লক্ষ্যে। ম্যাচের প্রথম সুযোগটি অবশ্য পেয়েছিল ইতালিয়ান ক্লাবটি। সপ্তম মিনিটে কোলো মুয়ানির থ্রু পাস ধরে রুডিগারকে পেছনে ফেলে গোলকিপার থিবো কোর্তোয়ার সামনে একা হয়ে যান কেনান ইলডিজ, কিন্তু তার চিপ শট লক্ষ্যভ্রষ্ট হয়।

রিয়ালের হয়ে প্রথমার্ধেই একাধিকবার গোলের সুযোগ আসে। জুড বেলিংহ্যামের নেওয়া শট গোললাইন থেকে ফিরিয়ে দেন জুভেন্টাস ডিফেন্ডার রুগানি। আর্দা গিলেরের ক্রসে চুয়ামেনি ও হিউসেনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে বেশ কয়েকবার জুভেন্টাসের রক্ষণে চাপ বাড়িয়েও গোলের দেখা পায়নি রিয়াল।

দ্বিতীয়ার্ধে অসুস্থতা কাটিয়ে মাঠে নামেন কিলিয়ান এমবাপে। বদলি হিসেবে নেমে কয়েকটি আক্রমণে অবদান রাখলেও সেরাটা দিতে পারেননি। এমবাপের একটি ক্রস থেকে গুলেরের শট দারুণভাবে পা দিয়ে ঠেকিয়ে দেন জুভেন্টাস গোলকিপার মিশেল দি গ্রেগরিও। একাধিকবার অসাধারণ সেভে দলকে ভরসা দিলেও শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি হারের হাত থেকে।

শেষ সময়ে কোলো মুয়ানি বক্সে পড়ে গেলে পেনাল্টির জোরালো আবেদন করে জুভেন্টাস। তবে রেফারি সেই আবেদন নাকচ করে দেন। এর ফলে হতাশা নিয়েই বিদায় নিতে হয় তাদের।

সূত্র: বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম।

Related Articles

Back to top button