জামালপুরে নারীদের তিন দিনব্যাপী কেক তৈরির প্রশিক্ষণ কর্মশালা
শফিকুল ইসলাম,জামালপুর: জামালপুরে নারীদের বিনামূল্যে তিন দিনব্যাপী কেক তৈরির প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
‘আমাদের পাথালিয়া’ নামে ফেসবুক গ্ররুপ এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
শুক্রবার বিকালে জামালপুর পৌরসভার পাথালিয়া এলাকায় নারীদের তিন দিনব্যাপী কেক তৈরির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের সভাপতি ও নারী উন্নয়ন কর্মী শামীমা খান।
‘আমাদের পাথালিয়া’ ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন মোহাম্মদ রাসেল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী উন্নয়ন কর্মী শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সাংবাদিক মোহাম্মদ আলী, মেইড ইন জামালপুরের কন্টেন ক্রিয়েটর জান্নাতুল ফেরদৌস মিতু, প্রশিক্ষক ও জে.পি. কেক ফর ফুডিসের সত্ত্বাধিকারী পলি বেগম, ‘আমাদের পাথালিয়া’ ফেসবুক গ্রুপের মডারেটর সোহানুর রহমান সোহানসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালপুরের অনেকগুলো গ্ররুপ রয়েছে, তবে সবার লক্ষ্যই ভিন্ন। ‘আমাদের পাথালিয়া’ গ্ররুপের মূলক তৈরি করা হয়েছে বেকার নারী ও পুরুষদের বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের পথ তৈরি করা, সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো, ভালো কাজে উদ্বুদ্ধ করতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী মানুষদের সম্মাননা দেয়ার পাশাপাশি জামালপুরের সমস্যা ও সম্ভবনাগুলোকে সমাধান এবং বাস্তবায়ন করতে যথাযথ কর্তৃপক্ষের সাথে মেলবন্ধন তৈরী করা।
এরই ধারাবাহিকতায় ২০ জন নারীকে সাবলম্বি করতে তিন দিনব্যাপী কেক তৈরির প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।