জামালপুর

জামালপুরে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

জামালপুর সদরের যথার্থপুরে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক জনের মৃত্যু হয়েছে৷

রোববার গত রাত ৪ টার দিকে লক্ষীরচর ইউনিয়নের যথার্থপুর উজানপাড়া খোরশেদের বাড়িতে এই ঘটনা ঘটে ৷

স্থানীয়রা জানায়, গতরাতে তিনজন চোর ওই এলাকার রফিকুল ইসলামের বাড়িতে মোবাইল চুরির চেষ্টা করে। এসময় বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে স্থানীয়রা। পরে একজনকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখার পর মারধর করা হয়। মারধরের আঘাতে সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

বারুয়ামারি তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহজাদা মোঃ আব্দুল আল মামুন জানান- নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর মেডিকেল কলেজের মর্গে প্রেরন করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন রয়েছে।

Related Articles

Back to top button