ইসলামপুর
ইসলামপুরে ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুর ইসলামপুরে ডেভিল হান্ট অভিযানে পলবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমলকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক।
সোমবার (৪ আগষ্ট) ভোরে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আতিকুর রহমান জানান-সোমবার ভোর রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের সিরাজাবাদ বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে।