বকশীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
মতিন রহমান,বকশীগঞ্জ: গোপন বৈঠকের সময় বকশীগঞ্জ উপজেলায় নাশকতা মামলায় গ্রেপ্তার হয়েছেন এক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা। তাঁর নাম শেখ ফরিদ (৪৮)। তিনি সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি এবং একই ওয়ার্ডের ইউপি সদস্য।
সোমবার দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের ব্র্যাক রোডে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু’র বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গত বছর বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় শেখ ফরিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, শেখ ফরিদসহ ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতা ওই বাসায় বৈঠক করছেন। এরপর অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন, শেখ ফরিদকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে।