মাদারগঞ্জ

মাদারগঞ্জে বিএনপির কর্মসূচিতে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

জামালপুরের মাদারগঞ্জে বিএনপির কর্মসূচির মিছিলে হামলার মামলায় মোর্শেদুর রহমান মানিক (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মাদারগঞ্জ উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।

সোমবার (৪ আগষ্ট) সন্ধা সাড়ে ৭টার দিকে বালিজুড়ী বাজারের শহীদ মিনার মার্কেটে অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান অনন্য কম্টিউটার ও ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাইফুল্লাহ সাইফ।

তিনি বলেন, বিএনপির কর্মসূচিতে হামলার মামলায় যুবলীগ নেতা মানিক এর সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

২০২২ সালের ২২ আগস্ট শহরের গাবেরগ্রাম বাজারে বিএনপির পূর্বনির্ধারিত একটি বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। ওই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এর ২ বছর পর গত ২৩ সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Related Articles

Back to top button