ইসলামপুর
ইসলামপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুর ইসলামপুরে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে উপজেলার পাথর্শী ইউনিয়নের মুখশিমলা এলাকায় স্থানীয়রা ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান- স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি অনেকটাই পচে গেছে, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তবে এখনো নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলেও জানান ওসি।