শিক্ষার্থীদের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে নেতৃত্বদানের প্রস্তুতি নেওয়ার আহ্বান জাবিপ্রবি উপাচার্য
মো: মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: গণঅভ্যুত্থান ছিল এই জাতির স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। বর্তমান প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রের সংকট নিরূপণ এবং সমাধানের চিন্তা করতে হবে বলে জানিয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান।
মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে নেতৃত্বদানের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
“স্মৃতি, সংগ্রাম ও রাষ্টচিন্তা: সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দিনের শুরুতেই আয়োজন করা হয় স্মরণ র্যালি। এরপর শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও সম্মাননা প্রদান, আলোচনা সভা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, ভিডিও কনটেস্ট এবং দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। ছাত্রী হলের প্রভোস্ট ড. মৌশুমী আক্তার এবং শিক্ষার্থী এ্যনি অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন।
আয়োজনে বিশেষভাবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলার ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ চার পরিবারের সদস্যবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, আয়োজক কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ শাহজালাল, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইয়াসির আরাফাত, মো. মোরসালিন, যীনাত মিয়া আজিজুল, আব্দুল আহাদ, শায়লা আক্তার, উমর ফারুক, চৈতালী জ্যোতী ও শাহরুখ ইসলাম।
দিন শেষে রচনা প্রতিযোগিতা, বিতর্ক, ভিডিও কনটেস্ট এবং বক্তব্য প্রদানে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।