বকশীগঞ্জে বিএনপির গণঅভ্যুত্থান বর্ষপূর্তি র্যালি
মতিন রহমান, বকশীগঞ্জ: ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বিজয় র্যালি ও সমাবেশের আয়োজন করে বিএনপি ।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অর্জনকে ধরে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলার ওপর জোর দেন।
বিকেল সাড়ে ৪টায় বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত বিএনপি কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে র্যালিটি বটতলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোকামেল হোসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন।
বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, তাই এই অর্জন সবার। তারা তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচিতে বকশীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ র্যালিকে সফল করে তোলে।