সরিষাবাড়ী

সরিষাবাড়ীতে আওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেফতার 

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী প্রতিনিধি:  জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কবির হোসেন (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) বিকালে সরিষাবাড়ী থানা পুলিশ নাশকতা মামলায় তাকে কারাগারে পাঠান।

সরিষাবাড়ী থানার ওসি মো. রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া কবির হোসেন আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে। সে আওনা ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সভাপতি ছিলেন। আজ বুধবার দুপুরে আওনা জগন্নাথগঞ্জ ঘাট এলাকা থেকে কবির হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, ‘নাশকতার অভিযোগে ছাত্রলীগের সভাপতি কবিরকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয় ‘

Related Articles

Back to top button