কিশোরগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে যীনাত-নিলুফার
মো: মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কিশোরগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’-এর নতুন কমিটি গঠিত হয়েছে।
যীনাত মিয়া আজিজলুকে সভাপতি ও নিলুফার ইয়াসমিনকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (৬ আগস্ট) প্রকাশ হওয়া কমিটি সংগঠনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রভাষক ওয়াহিদা আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির সভাপতি যীনাত মিয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া নিলুফার ইয়াসমিন সমাজকর্ম বিভাগে অধ্যয়নরত।
কমিটির অন্য গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে সহ-সভাপতি হিসেবে ফিশারিজ বিভাগের মো. হাফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাবন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তাসমিবা আক্তার শাপলাকে মনোনীত করা হয়েছে। এ ছাড়া আব্দুল্লাহ আল হাসান সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন—দপ্তর সম্পাদক মো. মনিজুল তুহিন (সমাজকর্ম), প্রচার সম্পাদক সোরায়ার হাসান সজীব (ব্যবস্থাপনা), অর্থ সম্পাদক মো. শাকিল মিয়া (ব্যবস্থাপনা), তথ্য ও গবেষণা সম্পাদক আফরা সুলতানা নোহা (ফিশারিজ), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইশতিয়াক হাসান রাতুল (ফিশারিজ) এবং ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া ইসলাম তৃষা (ফিশারিজ)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে গণিত বিভাগের সালমিন জাহান প্রান্তী ও মাইশা এবং ব্যবস্থাপনা বিভাগের শারিমা সুলতানা জেরিন ও রিমন হাসানকে রাখা হয়েছে।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি যীনাত মিয়া বলেন, ‘কিশোরগঞ্জ জেলা থেকে আগত সব শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, তাদের স্বার্থরক্ষা এবং সহায়তার জন্য আমরা একসঙ্গে কাজ করব। এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করি।’