দেওয়ানগঞ্জ
সাংবাদিক তারেক মাহমুদের মা মারা গেছেন
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: দৈনিক কালের কন্ঠ ও বাংলা টিভির দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক তারেক মাহমুদ তালাশের মা পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার রাত ৮ টা ১০মিনিটের দিকে তিনি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাংবাদিক তারেক মাহমুদের মাতৃ বিয়োগে দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক এম এ রাজ্জাক মিকা ও সদস্য সচিব মহসিন রেজা রুমেল ক্লাবের পক্ষ থেকে এক শোক বার্তা প্রকাশ করেছেন। এ সময় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান৷
দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দিরগ্রাম নিজ বাড়িতে বৃহস্পতিবার যোহরের নামাজের পর সাংবাদিক তারেক মাহমুদের মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এতে তিনি সকলের উপস্থিতি ও দোয়া চেয়েছেন।