সরিষাবাড়ীতে প্রতারণা করতে গিয়ে জাল টাকাসহ সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার
স্বপন মাহমুদ, সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে সোনালী ব্যাংকের ভিতরে জাল টাকা নিয়ে প্রতারণা করতে গিয়ে মামুনুর রশিদ (৪০) নামে এক সাবেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৭আগস্ট) দুপুরে প্রতারণা মামলায় সরিষাবাড়ী থানা পুলিশ তাকে কারাগারে পাঠান। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুন।
সংবাদ সম্মেলনে জানানো হয়-‘গ্রেফতার হওয়া মামুনুর রশিদ জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে। সে সাবেক পুলিশ সদস্য ছিলেন। বুধবার দুপুরে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর সোনালী ব্যাংক কমপ্লেক্স শাখার ভিতরে জাল টাকা লেনদেনের সময় প্রতারণা অবস্থায় তাকে আটক করে পুলিশ। তিনি জাল টাকা দিয়ে মানুষের কাছ থেকে ভালো টাকা প্রতারনা করে নিতেন। এসময় তার কাছ থেকে ৩২টি ৫০০ টাকার জাল নোট ও নগদ ২লক্ষ টাকা জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ (বি) ধারা অনুযায়ী মামলা দায়ের করে দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে শহরের বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। এছাড়া এই প্রতারক মাদারগঞ্জ থানার বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে জাল টাকার লেনদের করেছেন।