সরিষাবাড়ী

সরিষাবাড়ীতে ইমাম সমিতির সমাবেশ ও আলোচনা সভা

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী:  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে জাতীয় ইমাম সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে ইমাম সমিতির আয়োজনে এই সমাবেশ ও সভা অনুষ্ঠিত হয়।

ইমাম সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি এনামুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন হযরত মাওলানা মোঃ আমানুল্লাহ কাসেমী।

এসময় নবগঠিত ইমাম সমিতির সাধারন সম্পাদক মাওলানা জুনায়েদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান, ইমাম সমিতির সহ-সভাপতি মোঃ আবু সাইদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুস ছামাদ, অর্থ বিষয়ক সম্পাদক মুফতি রাকিবুল হাসান সহ অনেকেই উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির উপস্থিতিতে নবগঠিত কমিটির পরিচিতি পর্ব সহ কার্যক্রম পরিচালনার সকল বিষয় নিয়ে আলোচনা ও দোয়া করা হয়। উক্ত সমাবেশে সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন মসজিদের কয়াক শতাধিক ইমাম ও খতিবগনরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button