সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শহরের গো-হাট সংলগ্ন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শামছুল হুদা রতন। কোষাধ্যক্ষ আবু সাঈদ গালিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- সাংবাদিক নুর ই ইলাহী, আজাদ হোসেন, ওমর আল বশীর, হাসান আলী, এহসানুল মাহবুব সাজিদ, পারভীন আক্তার, সুমন মিয়া ও সাগর আলী।
এ সময় বক্তারা গত ৭ আগস্ট গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকান্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান। সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান তারা।