জামালপুরে ইউনাইটেড পিপলস বাংলাদেশের মতবিনিময় সভা
শাওন মোল্লা ও হৃদয় আহম্মেদ: বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সামাজিক চুক্তির পুনর্বহালের মাধ্যমে বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে জামালপুরে ইউনাইটেড পিপলস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের একটি রেস্তোরাঁয় জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সংগঠক নাঈম আহাম্মেদ।
এসময় বক্তারা বলেন- স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও দেশের রাজনীতি এখনো সংকীর্ণ স্বার্থ, বিভাজন ও বৈষম্যের শিকার। জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজন জবাবদিহিমূলক প্রশাসন, ন্যায়সঙ্গত অর্থনৈতিক কাঠামো এবং নাগরিক অধিকার নিশ্চিতকরণ।
তারা আরও বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। এজন্য প্রয়োজন সবার অংশগ্রহণে একটি নতুন সামাজিক চুক্তি, যেখানে মানুষের মৌলিক অধিকার, সমান সুযোগ এবং ন্যায়বিচার নিশ্চিত থাকবে।
এ সময় জেলা শাখার কমিউনিকেশন টিমের সদস্য আতিকুর রহমান, আবিদুর রহমানসহ অন্যান্যেরা বক্তব্য রাখেন।
বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান।