মেলান্দহ

জাবিপ্রবিতে  শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মো: মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ভোলার নয়। তারা যে নতুন সূর্যোদয়ের জন্য জীবন উৎসর্গ করেছে, সেই নতুন ভোরের সম্ভাবনা তোমরা।

সোমবার (১১ আগস্ট) প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, “আজ এই প্রাঙ্গণে অনেকের উপস্থিত থাকার কথা ছিল, যারা আমাদের নতুন ভোরের স্বপ্ন দেখিয়ে জীবন উৎসর্গ করেছে। তারা শারীরিকভাবে নেই, কিন্তু তাদের আত্মা তোমাদের দিকে চেয়ে আছে। তারা ভাবছে, তোমরা দেশের জন্য কিছু করো কিনা।”

তিনি বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ, ৯০-এর গণআন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, প্রতিটি আত্মত্যাগের পেছনে ছিল একটি শোষণমুক্ত ও সুন্দর বাংলাদেশের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব তোমাদের। তোমরাই পারো সেই নির্যাতিত মানুষের কথা তুলে ধরতে, দেশকে নির্যাতনমুক্ত করতে। শহীদদের সেই দাবি পূরণ করতে হলে আগে নিজেকে যোগ্য করে গড়তে হবে। তোমাদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। দেশের প্রতি দায়বদ্ধ থেকে মেধা ও শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।”

জাবিপ্রবি নবীনতম একটি বিশ্ববিদ্যালয় উল্লেখ করে উপাচার্য বলেন, “এ জন্য কারও মনে হীনমন্যতা থাকা উচিত নয়। তোমাদের হাত ধরেই একদিন এই বিশ্ববিদ্যালয় মহীরূহ হয়ে উঠবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মো. নুর হোসেন চৌধুরী। শুরুতে নবীনদের স্বাগত জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রেজিস্ট্রার। সমাপনী বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. সাদীকুর রহমান, ছাত্রী হল প্রভোস্ট ড. মৌসুমি আক্তার এবং ইইই বিভাগের চেয়ারম্যান সিজার রহমান। প্রবীণ শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সিএসই বিভাগের ফাইজুর রহমান ফাহিম ও সমাজকর্ম বিভাগের আইনুন নাহার রিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক তাইয়েবা তাবাসসুম এবং ভূতত্ত্ব বিভাগের প্রভাষক ওয়াহিদা আক্তার।

পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ফুলেল শুভেচ্ছা ও নাস্তার মাধ্যমে নবীনদের বরণ করা হয়।

Related Articles

Back to top button