ইসলামপুরে কবিরাজের খপ্পরে হাজারো মানুষ
ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুর নোয়ারপাড়া ইউনিয়নে ফজলু হক আকন্দ কবিরাজের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন হাজারো মানুষ। এ ঘটনায় প্রতারণার স্বীকার ভুক্তভোগী ও এলাকাবাসীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান,ফজলু কবিরাজ দীর্ঘদিন যাবৎ সংসারে অশান্তি,স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব, বন্ধ্যাত্ব, পছন্দের মানুষকে পাইয়ে দেওয়া, অবাধ্য সন্তানকে নিয়ন্ত্রণে আনাসহ নানাবিধ সমস্যার সমাধান দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছে। এই কাজে তাকে জ্বীন সাহায্য করে বলেও রটনা আছে।
ভুক্তভোগীরা জানান, এসব ক্ষেত্রে তিনি প্রতারণার অংশ হিসাবে প্রতিদিন তার নিজ বাড়িতে আসন বসিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে আসা রোগীদের বিশ্বাস স্থাপনের জন্য জ্বীন দিয়ে চিকিৎসা করে দেবেন বলে প্রতারণা করেন। বিভিন্ন সমস্যার সমাধান করে দেয়ার আশ্বাস দিয়ে তিনি মোটা অংকের টাকা হাতিয়ে নেন তার কাছে আসা ভুক্তভোগীদের কাছ থেকে।
এ বিষয়ে নোয়ারপাড়া ইউনিয়ন পরিয়দের চেয়ারম্যান বলেন,আমার জানা মতে ফজলু হক আকন্দ ভন্ড জ্বীনের কবিরাজি । আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এ ভন্ড ও প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।
অভিযুক্ত কবিরাজ ফজলুল হক আকন্দ জানান, মানুষের সেবা করার উদ্দেশ্য আমি কবিরাজি করি, আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌহিদুর রহমান জানান, এ ঘটনার সঠিক তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।