সরিষাবাড়ী
সরিষাবাড়ীতে আশেক মেম্বার গ্রেপ্তার
স্বপন মাহমুদ, সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতা মামলায় আশেক মাহমুদ (৫০) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে গ্রেপ্তার হওয়া আশেককে আদালতে পাঠানো হয়।
আশেক মাহমুদ কামরাবাদ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও বড়বাড়ীয়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
পুলিশ জানায়- ২০২৪ সালে আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট শিমলা বাসষ্ট্যান্ড এলাকায় ছাত্রদের মিছিলে অস্ত্র নিয়ে নাশকতার চেষ্টা করেন আওয়ামী লীগ নেতা আশেক মাহমুদ। পরবর্তীতে সেই মামলায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে আরামনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেদুল হাসান বলেন- ‘নাশকতার অভিযোগে আশেক মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।