মাদারগঞ্জে গলায় সুপারি আটকে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু
এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে গলায় সুপারি আটকে সাফুয়ান (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শিশু সাফুয়ান খুলনার জনি মিয়ার ছেলে।
সাফুয়ানের স্বজনেরা জানান- শিশু সাফুয়ান তার নানা সুরুজ মিয়ার বাড়ী বেড়াতে এসে সকাল ১০টার দিকে ঘরে খেলা করার মুহুর্তে হঠাৎ করে সুপারি মুখে নেয়। মুখে নেওয়া সুপারি গলায় আটকে গেলে তার নিঃশাস বন্ধ হয়ে যায়। পরে সবাই মিলে সুপারি গলা থেকে ছাড়ানোর চেষ্টা করেও তা বের করতে না পেরে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে শিশুটিকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদারভিটা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রকিবুল ইসলাম রকি।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডাঃ মঞ্জরুল বারী রাকিব বলেন-শিশু সাফুয়ানের গলায় বড় একটি সুপারি পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই দম বন্ধ হয়ে মারা গেছে সাফুয়ান।