সারাদেশ

শেরপুরের মৃগী নদীতে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরের ছনকান্দা এলাকার মৃগী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর কিশোর আব্দুল জলিলের (১৭) মরদেহ কুঠুরাকান্দা নেলুর ঘাট থেকে উদ্ধার করেছে ফায়ারসার্ভিসের ডুবুরিদল।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে আব্দুল জলিলের মরদহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার (১৬ আগস্ট) দুপুর একটার দিকে মৃগী নদীর ইলিশা ঘাটে এ গোসল করতে নামার পর সে নিখোঁজ হয়।

নিহত কিশোর শেরপুর সদরের কুঠুরাকান্দা পশ্চিম পাড়ার আলম মিয়ার ছেলে। সে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলো।

জলিলের স্বজনেরা জানান- শনিবার দুপুরে শেরপুর সদরের মৃগী নদীর ইলিশা গ্রামে তিন বন্ধু মিলে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে দুইজন ডুবে যেতে ধরলে আব্দুল জলিল একে একে দুইজনকে উদ্ধার করে। তবে একপর্যায়ে নিজেই স্রোতের টানে ভেসে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে শেরপুর ও জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালালেও সন্ধ্যা পর্যন্ত জলিলের খোঁজ মেলেনি। আজ ১৭ আগষ্ট সকাল থেকে আবারো অনুসন্ধান চালালে কুঠুরাকান্দা নেলুর ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক।

Related Articles

Back to top button