মাদারগঞ্জ

মাদারগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান ঘর পুড়ে ছাই, থানায় অভিযোগ

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের  মাদারগঞ্জ পৌর শহরের কালুর মোড় নামক স্থানে  দুর্বৃত্তের দেয়া আগুনে মুদি দোকানের মালামাল ও মুরগীর ফার্ম পুড়ে ছাই হয়েছে।

১৬ আগস্ট (শনিবার) রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার বিকালে ভুক্তভোগী দোকান মালিক মোঃ লালন রানা বাদী হয়ে মাদারগঞ্জ থানায় রবিজল হক (৬০), মন্জু মন্ডল (৬২), মোস্তাকিম (২৭) ও মোঃ আজম (৩০) কে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।  লালন রানা ঐ এলকার মৃত আব্দল্লার ছেলে।

অভিযোগে তিনি উল্লেখ করেন- গত শনিবার সকালে জমি সংক্রন্ত বিষয়ে তার বংশীয় চাচা রবিজল ও মন্জুদের সাথে বাকবিতণ্ডা হয়। সে সময় রবিজল ও মন্জু  পুড়িয়ে মারার হুমকি দেয় ভুক্তভোগী লালনকে। পরে উপস্থিত লোকজন দুপক্ষকে শান্ত করে। পরে সন্ধ্যা ৬টার দিকে দোকান বন্ধ করে দোকানের পিছনে নিজ বাড়িতে লালন চলে যায়। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রাতের ১১টার দিকে ঘুম থেকে উঠে পটপট আওয়াজ শুনেত পায় এবং সে চিৎকার চেঁচামেচি শুরু করে। সে সময় অগ্নিকান্ডের ঘটনাস্থল থেকে রবিজল ও মন্জুকে দৌড়ে পালিয়ে যেতে দেখতে পায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী লালন । এ ঘটনায় ১৭-১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

অভিযুক্ত রবিজল ও মন্জু ঘটনার দিন সকালে জমি সংক্রান্ত বিষয়ে বাকবিতণ্ডার ঘটনা স্বীকার করলেও তাদের বিরুদ্ধে অগ্নিকান্ডর অভিযোগটি অস্বীকার করেন।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফের সরকারি মুঠোফোনে একাধিকবার কল দিলেও কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Related Articles

Back to top button