বকশীগঞ্জ

বকশীগঞ্জে ১৬০ বস্তা সরকারি চাল উদ্ধার

মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে দুটি বাড়িতে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের ১৬০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রাবাজ মধ্যপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হোসনা এই অভিযান পরিচালনা করেন।

স্থানীয়রা জানান- চন্দ্রাবাজ মধ্যপাড়া এলাকার আলামিনের বাড়িতে প্রথমে ১৪০ বস্তা চালের সন্ধান পাওয়া যায়। এরপর তার প্রতিবেশী সাদ্দাম আলীর বাড়িতে আরও ২০ বস্তা চালের খোঁজ মেলে। সব মিলিয়ে মোট ১৬০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, “বিষয়টি জানার পরপরই আমি সহকারী কমিশনারকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে নির্দেশ দেই।”

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হোসনা জানান, উদ্ধার করা চাল বকশীগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button