সারাদেশ

শেরপুরে ভিমরুলের কামড়ে ১৬ শিক্ষার্থী আহত

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুর সরকারি ভিক্টোরিয়া স্কুলে ভিমরুলের কামড়ে অন্তত ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের নতুন ভবনের তৃতীয় তলায় পঞ্চম শ্রেণির ক্লাস চলাকালে হঠাৎ একঝাঁক ভিমরুল আক্রমণ করে।

এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান- দিবা শাখার পঞ্চম শ্রেণির ক্লাস শুরুর আগেই এই ঘটনা ঘটে। পরে আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যারা অল্প আহত হয়েছেন তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। তবে কয়েকজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এর আগে একাধিকবার ভিমরুলের বিষয় শিক্ষকদের অবহিত করা হলেও স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

ভিক্টোরিয়া একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছা বেগম বলেন, আহত শিক্ষার্থীদের সকল চিকিৎসার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ বহন করবে।

Related Articles

Back to top button