বকশীগঞ্জ

বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত পূর্ণাঙ্গ কমিটি অবশেষে ঘোষণা করা হয়েছে।

সম্মেলনের ছয় মাস পর সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ১০১ সদস্যবিশিষ্ট পৃথক দুটি কমিটি প্রকাশ করা হয়, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন যৌথ স্বাক্ষরে এই কমিটিগুলোর অনুমোদন দেন। কমিটি ঘোষণার পরপরই দলীয় কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এবং নেতাকর্মীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও পৌর শহরে আনন্দ মিছিল বের করেন।

নবগঠিত বকশীগঞ্জ উপজেলা বিএনপির কমিটিতে আলহাজ মানিক সওদাগর-কে সভাপতি, জাহিদুল ইসলাম প্রিন্স-কে সাধারণ সম্পাদক এবং ময়নুর হোসেন সম্পদ-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

একইভাবে, বকশীগঞ্জ পৌর বিএনপির কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক হয়েছেন সাইফুল ইসলাম তালুকদার শাকিল, এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাহজাহান পারভেজ শাহীন।

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর বলেন, “জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এবং সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন-কে আমাদের ওপর আস্থা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে আমরা সব বাধা অতিক্রম করে দলকে তৃণমূল পর্যায়ে আরও মজবুত করতে পারব। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং বকশীগঞ্জ উপজেলা বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করব।”

Related Articles

Back to top button