দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজন কে আসামী করে মঙ্গলবার ১৯ (আগষ্ট) দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। এর আগে গত সোমবার (১৮ আগষ্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা থেকে জানা যায়- সোমবার বিকেলে বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী কে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন ওই গ্রামের হায়দার আলীর ছেলে তিন সন্তানের জনক হুরমুজ আলী (৪৫)। আহত অবস্থায় কিশোরীকে কলাবাগান থেকে উদ্ধার করেন স্থানীয়রা।

কিশোরীর মা বলেন-‘আমার মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী। সকালে বাড়ির কাজে আমি বাইরে যাই , মেয়েটি বাড়িতে একা ছিল এ সুযোগে প্রতিবেশী হুরমুজ মেয়েকে খাবার কিনে দিবে বলে ডেকে নেয় । পরে পাশের কলা বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। আমি বাড়ি ফিরে মেয়ের মুখ থেকে ঘটনার বিষয়ে জানতে পারি। হুরমুজ আলী একজন চরিত্রহীন লম্পট, ইতিপূর্বে সে তিনটি বিয়ে করেছে। আমি আমার প্রতিবন্ধী মেয়ের এ সর্বনাশের বিচার চাই।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন-‘প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে ধর্ষণ মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’

Related Articles

Back to top button