মেলান্দহ

জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ক্যারিয়ার ও গবেষণা বিষয়ক দুটি সেমিনার

মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগ শিক্ষার্থীদের পেশাগত ও একাডেমিক দক্ষতা বৃদ্ধিতে এক ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে দিনব্যাপী দুটি সেমিনার অনুষ্ঠিত হয়।

‘ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট’ এবং ‘বিজনেস রিসার্চ মেথডোলজি’ শীর্ষক এই আয়োজনে বিভাগের শতাধিক শিক্ষার্থীর অংশ নেয়।

সকাল ১১টায় ‘ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনারের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় জব পোর্টাল বিডিজবস ডট কমের কর্পোরেট সেলস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার, মোহাম্মদ এনামুল হাসান।

তিনি বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেকে যোগ্য প্রমাণ করার বিভিন্ন দিক তুলে ধরেন। আকর্ষণীয় সিভি তৈরি, ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হওয়ার প্রস্তুতি, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আত্ম-উন্নয়নের কৌশল নিয়ে তাঁর আলোচনা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পিত প্রস্তুতি গ্রহণ এবং প্রযুক্তি-নির্ভর নিয়োগ প্রক্রিয়ায় নিজেদের দক্ষভাবে উপস্থাপন করার ওপর। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান।

বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় সেমিনার। যার বিষয় ছিল ‘বিজনেস রিসার্চ মেথডোলজি’। এই পর্বে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহুরুল আলম।

তিনি ব্যবসায়িক গবেষণার খুঁটিনাটি বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, গবেষণার জন্য প্রশ্ন তৈরি, তথ্য সংগ্রহের কৌশল, পরিসংখ্যানগত বিশ্লেষণ এবং গবেষণা প্রতিবেদন তৈরির গুরুত্ব নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। তাঁর বক্তব্যে শিক্ষার্থীরা শেখেন, কীভাবে ব্যবসায়িক গবেষণা বাস্তব জীবনের সমস্যা সমাধানে সহায়ক হতে পারে এবং অ্যাকাডেমিক ও পেশাগত জীবনে গবেষণাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ কতটা জরুরি।

দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন এবং বিভাগের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন এবং রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী।

ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. এনামুল হকের সভাপতিত্বে সেমিনার দুটি পরিচালিত হয়। প্রথম পর্বটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম এবং দ্বিতীয় পর্বের সঞ্চালনায় ছিলেন প্রভাষক আতিকুর রহমান।

শিক্ষার্থীরা জানান, ক্যারিয়ার পরিকল্পনা ও গবেষণা পদ্ধতির মতো দুটি ভিন্ন কিন্তু জরুরি বিষয় নিয়ে এ ধরনের আয়োজন তাঁদের পেশাগত উন্নয়ন ও একাডেমিক উৎকর্ষ সাধনে দারুণভাবে সহায়ক হবে। জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির এই সুযোগ পেয়ে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

Back to top button