বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের ২৬ তম মৃত্যুবার্ষিকী
স্বপন মাহমুদ, সরিষাবাড়ী: নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপি’র সাবেক মহাসচিব, মন্ত্রী ও বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এর ২৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে জামালপুর সরিষাবাড়ীতে উপজেলা বিএনপি’র আয়োজনে রিয়াজ উদ্দিন স্কুল মাঠ থেকে শোক র্যালী নিয়ে প্রয়াত নেতার কবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এতে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এড. আব্দুস সালাম পিন্টু, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন শ্রদ্ধা নিবেদন শেষে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারি করানোর জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হওয়ার পথে মারা যান তিনি।