সারাদেশ

ভূমিহীনরা খোলা আকাশের নিচে, চান সরকারি জমিতে আবাসন

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীর বাকাকুড়া বাজারে ভূমি অফিস নির্মাণের জন্য সরকারি খাস জমি থেকে উচ্ছেদ করা হয়েছে অন্তত ১২ ভুমিহীন পরিবারকে। ৩৬ শতাংশের সরকারি খাস জমি থেকে ১৪টি দোকান ও ঘরবাড়ি উচ্ছেদ করায় অর্ধশতাব্দী ধরে বসবাসকারী পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে আশ্রয়হীন বসবাস করছেন।

উচ্ছেদ হওয়া পরিবারগুলোর দাবি- তারা বেশিরভাগই দিনমজুর বা ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। তাদের একমাত্র ভরসা ছিল এসব দোকান ও ঘর। উচ্ছেদের সময় প্রায় ৪০ লাখ টাকার মালামাল নষ্টের অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সরকারি জমিতে আবাসন ও জীবকা নির্বাহের ব্যবস্থার দাবি এ ভুমিহীন পরিবারের সদস্যদের।

ভুমিহীন পরিবারের সদস্য শাহজালাল জানান- আমরা ভুমিহীন পরিবার। ছোট থেকেই আমি এখানে বড় হয়েছি। আমার বাপ মা এখানে থাকতো। খাস জমি তো আরও অনেক আছে। কিন্তু আমাদেরটা ভেঙে দিলো। আমরা এখন সর্বহারা হয়ে পথে বসে আছি। আমাদের সরকারি জমিতে একটা ব্যবস্থা করুক।

ভুমিহীন সুর্য বানু বলেন-‘বাবাগো আমরা ভুমিহীন, তাই তো খাস জমিত থাকি। আমাগর সব কিছু শেষ। সরকার আমাগো থাহার এডা ব্যবস্থা করুক।

খাসজমির ব্যবসায়ী মানিক বলেন- ‘আমরা তো জানতাম না যে সব ভাইঙ্গা দিবো। আমরা কিছু না বোঝার আগে হটাৎ কইরা সব ভাঙা শুরু করছে। আমার দোকানে অনেক মাল ছিলো। সব টান দিতে পারি নাই। অনেক মাল নষ্ট হইছে, অনেক মাল ভেঙেও গেছে। আমরা ব্যবসায়ীরা প্রায় ৪০ লাখ টাকার মালামাল হারিয়েছি।’

ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম রাসেল জানান, উচ্ছেদকৃতরা দীর্ঘদিন খাস জমি দখল করে বসবাস করে আসছিলো। সেখানে ভূমি অফিস নির্মাণ করা হচ্ছে। ভুক্তভোগীদের পুনর্বাসনের জন্য আবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই করে সহযোগিতা ও পুনর্বাসন করা হবে।

Related Articles

Back to top button