জামালপুর

জামালপুরে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা গ্রেফতার

হৃদয় আহাম্মেদ, জামালপুর: জামালপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মোঃ আসাদুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এসময় দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  র‍্যাব-১৪ (সিপিসি-১) এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান- বৃহস্পতিবার  গভীর রাতে সদর উপজেলার বেলটিয়া জঙ্গলপাড়া এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরদিন শুক্রবার  ভোর রাতে মেলান্দহ উপজেলার পড়াগুড়ি এলাকা থেকে আসাদুলকে গ্রেফতার করে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুল স্বীকার করেছে যে- সে দীর্ঘদিন ধরে আন্তঃজেলা চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে। তারা জামালপুরের মেলান্দহে ভাড়া বাসা নিয়ে অবস্থান করতো এবং বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে কম দামে বিক্রি করতো।

গ্রেফতারকৃত আসামিকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব-১৪।

Related Articles

Back to top button