জামালপুরে ১৩৫০ পিস ইনজেকশনসহ একজন আটক
জাহাঙ্গীর আলম, জামালপুর: জামালপুরে ১৩৫০ পিস এ্যাম্পুল বুপ্রেনরফিন কুপিজেসিক ইনজেকশনসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় একজনকে আটক করা হয়।
আটক হওয়া মোহাম্মদ মুকুল একজন মাদক ব্যবসায়ী বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার বিকাল ৩টায় জামালপুর পৌরসভার বোর্ডঘর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বিকাল ৩টায় বোর্ডঘর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মোহাম্মদ মুকুল নামের এক মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে ১৩৫০ এ্যাম্পুল বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়। পরে তিনি বাদী হয়ে জামালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেএকটি মামলা দায়ের করেন।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।