রৌমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন
মাসুদ পারভেজ,রৌমারী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে “শুধু ক্ষমতা পালাবদল নয়, কাঙ্ক্ষিত মুক্তির জন্য চাই আদর্শিক পরিবর্তন”— এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪ নং রৌমারী সদর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর, চিলমারী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখা মার্কা প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান।
প্রধান অতিথির সহকারী অধ্যাপক হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি কখনোই শুধু ক্ষমতার পালাবদলের মাধ্যমে আসবে না। আমাদের কাঙ্ক্ষিত মুক্তি অর্জনের জন্য প্রয়োজন আদর্শিক পরিবর্তন। দেশের প্রতিটি ক্ষেত্রে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। জনগণের বিশ্বাস, আস্থা ও সহযোগিতা ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়।
বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: আব্দুল কাদের বলেন- “দেশে যে অব্যবস্থাপনা, দুর্নীতি ও অন্যায় চলছে তা থেকে মুক্তি পেতে হলে ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। আমাদের সংগঠন মূলত আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
এসময় হাফেজ মাওলানা আহমদ সোলায়মান, হযরত মাওলানা মুফতি মাইদুল, মাওলানা জিয়াউর রহমান, মো: ফজলুল কবির বাবলু, মাওলানা রেজাউল করিম, মাওলানা লুৎফর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী সদর ইউনিয়ন শাখার সভাপতি আজিজুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা নয়, বরং জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করা। এজন্য প্রতিটি নেতাকর্মীকে ত্যাগ ও সততার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা শাখার সদস্য সচিব, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।