বকশীগঞ্জে জমি বিরোধের জেরে কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর দক্ষিণপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কাঁচা ধান কেটে নেওয়া, হামলা, শ্লীলতাহানি এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. দুলাল মিয়া (৫০) বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়- রবিবার (৩১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দুলাল মিয়া তার নিজ জমিতে গেলে দেখতে পান যে, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার নূর ইসলাম, জাহিদ মিয়া, জিহাদ মিয়া, কাওছার, জহানারা বেগম, লাল মিয়া, মহন মিয়া, মাহবুবুর রহমান, সুহেল মিয়া, নূরনবী, লিজা বেগমসহ অজ্ঞাত আরও ৮-১০ জন ব্যক্তি দা, কাঁচি ও লাঠিসোঁটা নিয়ে তার ৬১ শতাংশ জমির কাঁচা ধান কেটে নিচ্ছেন। তারা প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ধান কেটে ক্ষতি সাধন করে।
এ সময় দুলাল মিয়া ও তার সঙ্গে থাকা কয়েকজন সাক্ষী তাদের বাধা দিলে অভিযুক্তরা তাদের হুমকি দেন। অভিযুক্তরা হুমকি দিয়ে বলেন, তাদের বাধা দিলে খুন করে লাশ গুম করে ফেলা হবে। একপর্যায়ে তারা ২০ হাজার টাকা মূল্যের কাঁচা ধানের আঁটি চুরি করে নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়েছে, দুলাল মিয়ার স্ত্রী নুরুন নাহার (৪০) বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধর করে এবং তার শ্লীলতাহানি ঘটায়। এসময় অভিযুক্তদের মধ্যে জাহানারা বেগম নুরুন নাহারের গলা থেকে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। এছাড়া, আরেক সাক্ষী সোবহান আলী (২২) বাধা দিলে তাকেও হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধ করে মারার চেষ্টা করা হয়।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”